Mercury In Virgo: কন্যা রাশিতে ভ্রমণ করছে বৃহস্পতি। ১৫ সেপ্টেম্বর থেকে স্বরাশি কন্য়ায় প্রবেশ করেছে এই গ্রহ। জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, জ্ঞান ও বিচক্ষণতার কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। কন্যা রাশিতে বুধের গোচরকে উত্তম মনে করা হয়। নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে উচ্চের হবে এই গ্রহ। আবার স্বরাশিতে গোচরের ফলে ভদ্র মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এই গ্রহ। যার ফলে বেশ কিছু রাশির জাতকরা দ্বিগুণ উন্নতি করতে পারবে। পাশাপাশি কিছু কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। মিথুন ও কন্যা-সহ বেশ কিছু রাশির জাতকরা অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ পাবেন। বুধের গোচরের প্রভাবে মেষ থেকে মীন রাশির জাতকদের সময় কেমন কাটবে, তা এখানে বিস্তারিত জেনে নিন।
মেষ রাশি
আর্থিক সমস্যার মুখোমুখি হবেন মেষ রাশির জাতকরা। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যাত্রায় বাধা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যাত্রা বাতিল করা শ্রেয়। ব্যবসায় কিছু সমস্যা ও বাধা সম্ভব। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন, তা না-হলে লোকসান সম্ভব। অধিক ব্য়য়ের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা এ সময় মিশ্র ফলাফল পাবেন। আর্থিক ক্ষেত্রে লাভ সম্ভব। তবে এই লাভ প্রত্যাশার চেয়ে কম হবে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পেটের গোলযোগের কারণে চিন্তিত থাকবেন। দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন।